EDRCS প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
গত ২৭ জুলাই ২০২৩ জেলা প্রশাসন, সাতক্ষীরা ও নবলোক পরিষদ কর্তৃক যৌথ ভাবে আয়োজিত প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক-স্থানীয় সরকার এবং সভাপতিত্ব করেন নবলোকের হেড অব প্রোগ্রাম মোস্তাফিজুর রহমান সেতু। প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন নবলোকের এম এন্ড ই কো-অর্ডিনেটর রিয়াদুল করীম। প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাঁচটি ইউনিয়ন যথাক্রমে রমজান নগর, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, ভুরুলিয়া এবং শ্যামনগর সদর। প্রকল্প এলাকায় প্রতিবন্ধী, তাদের সংগঠন এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ পরিবার সমুহকে অর্ন্তভূক্ত করে দূর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনে সক্ষমতা বৃদ্ধি করা হবে এবং তাদের জলবায়ু স্থিতিস্থাপক জীবিকায়ণের মাধ্যমে অর্থনৈতিকভাবে সক্ষম করে গড়ে তোলা হবে। প্রধান অতিথির বক্তব্যে জনাব মাশরুবা ফেরদৌস বলেন প্রতিবন্ধীদের জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে এবং দূর্যোগের সময় তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। দূর্যোগাক্রান্ত এলাকায় প্রকল্প আনায়ন করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারী দপ্তরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানের সভাপতি মোস্তাফিজুর রহমান সেতু সকলকে উপস্থিত হয়ে কর্মশালা সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।