আজ সোমবার (আগস্ট ০৫, ২০১৯) বেলা ১১টার দিকে নবলোক পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী এডিস মশার বিস্তার রোধে নবলোক এর প্রধান কার্যালয় নগরীর নিরালা আবাসিক এলাকায় নিজ আঙ্গিনায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংস্থার নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল বলেন, ডেঙ্গু প্রতিরোধ সকলের এক সঙ্গে কাজ করতে হবে। তিনি নবলোকের সকল আওতাধীন প্রকল্প ও শাখা অফিস সমূহকে নির্দেশ দেন যে, অফিসের আঙ্গিনা ও আশপাশের জমেথাকা ময়লা ও আবর্জনা নিজ নিজ উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। এ বিষয়ে কোন প্রকার অবহেলা করা যাবে না। অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (প্রোগ্রাম) এম. মোস্তাফিজুর রহমান সেতু, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল সহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।