ঘুর্ণিঝড় আম্পানে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছে নবলোক পরিষদ। বিধ্বংসী আম্পানে সর্বসান্ত হয়ে যাওয়া দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর এই কাজে আর্থিক সহযোগিতা করছে দাতা সংস্থা “ইউকে এইড” এবং “স্টার্ট ফান্ড বাংলাদেশ”।
পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্থ ১৩০০ পরিবারের মধ্যে বিতরণের জন্য সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। ঘুর্ণিঝড় আম্পান এবং কোভিড-১৯ প্রাদুর্ভাবকে বিবেচনায় নিয়ে প্রতিটি পরিবারকে ত্রাণ হিসাবে মাস্ক, সাবান, ডিটারজেন্ট পাউডার, ঢাকনাসহ ট্যাপযুক্ত বালতি, মগ, স্যানিটারি প্যাড ও নগদ আর্থিক সহযোগিতা করা হচ্ছে।
গতকাল রাড়–লি এবং গড়ইখালী ইউনিয়ন থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে চলতি সপ্তাহের মধ্যেই পুরো উপজেলায় এই কার্যত্রম সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।